বাংলাদেশ, জাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা মার্চ ২০২১ ০৪:৪৮:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গা সংকট সমাধানে আবারো আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সাথে আলোচনা অব্যহত আছে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশে নব নিযুক্ত অস্ট্রেলিয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার গণ ভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাতে এলে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনা মহামারী মোকাবেলায় সরকার সফল হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অস্ট্রেলিয়ার নব নিযুক্ত হাইকমিশনার করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগীতা জোরাদারের উপর অস্ট্রেলিয়া গুরুত্ব দিচ্ছে বলে জানান।

পরে বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেকফেল প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। 

আরও পড়ুন