বিনোদন, অন্যান্য

লকডাউনে হ্যারি পটার যখন বাড়িতে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই মে ২০২০ ০৭:০৪:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লকডাউনে পটারভক্তদের কথা ভেবে নতুন উপায় বার করেছেন স্রষ্টা জে কে রোওলিং। তার অনলাইন হাব ‘হ্যারি পটার অ্যাট হোম’-এর অংশ হিসেবে এ বার শুরু হচ্ছে একটি বুক রিডিং সেশন, যেখানে অংশ নেবেন পর্দার হ্যারি পটার ড্যানিয়েল র‌্যাডক্লিফ-সহ অন্যান্য পটার মুভির তারকা।

সিরিজ়ের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’-এর প্রথম চ্যাপ্টার ‘দ্য বয় হু লিভড’ থেকে পাঠ করতে শুরু করবেন ড্যানিয়েল।

পরবর্তী চ্যাপ্টারগুলি একে একে পাঠ করবেন এডি রেডমেন, ডাকোটা ফ্যানিং, ফুটবলার ডেভিড বেকহ্যাম-সহ অনেকেই।

উইজার্ডিং ওয়র্ল্ডের ওয়েবসাইট এবং স্পটিফাইয়ে শোনা যাবে এই রিডিং সেশনে, যেখানে বাড়ি বসেই অংশ নেবেন তারকারা এর মাধ্যমে ভক্তরা।

লকডাউনে উপভোগ করতে পারবেন পটার সিরিজ়ের নস্ট্যালজিয়া।

আরও পড়ুন