জাতীয়, নারী

'লকডাউনে বেড়েছে নারী ও শিশু নির্যাতন'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২০ ০৩:০০:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লকডাউনে ধর্ষনের ঘটনা ঘটেছে ৪২টি।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলমান ছুটিতে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছে মানুষের জন্য ফাউন্ডেশন নামের একটি সংস্থা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি এই সংস্থাটি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, পেশাগত অনিশ্চয়তা ও দীর্ঘসময় ঘরে বন্দিত্বের কারণে নির্যাতনের পরিমাণ বেড়েছে। দেশের ২৭টি জেলার ২০টি সহযোগী সংগঠনের সহায়তায় ১৭ হাজার ২শ তিনজনের সাথে মুঠোফোনে কথা বলে এ তথ্য জানায় সংস্থাটি। চলমান লকডাউনের মধ্যেই এসব এলাকায় ৩৩টি বাল্যবিবাহ হয়েছে।

অন্যদিকে, ধর্ষনের ঘটনা ঘটেছে ৪২টি। একইসাথে ৪ হাজার ২শ ৪৯জন সহিংসতার শিকার বলে জানায় মানুষের জন্য ফাউন্ডেশন। এমন অবস্থায় করোণার সংক্রমণ ঠেকানোর পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে সংস্থাটি।

আরও পড়ুন