বাংলাদেশ, তারুণ্য, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে স্বেচ্ছাশ্রমে তৈরি 'স্বপ্নের সেতু'

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ০১:৫৪:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনদুর্ভোগ লাঘবে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে ৬০০ ফুট দীর্ঘ একটি সাঁকো বানিয়েছে এলাকার তরুণরা। কোনো সরকারি সহায়তা ছাড়াই নিজেদের উদ্যোগে বানানো সুদীর্ঘ এই সাঁকোর নাম এলাকাবাসী দিয়েছে 'স্বপ্নের সেতু'।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারিহাট ইউনিয়নের জারিরদোনা খালের পাড়ে নির্মিত হয়েছে এই সাঁকোটি।

গ্রামবাসীর দেয়া বাঁশ-কাঠ ও নগদ অর্থে মাত্র ২৭ দিনে সুদীর্ঘ এই সাঁকোটি বানিয়েছে স্থানীয় শতাধিক যুবক। এটির নাম দেয়া হয়েছে 'স্বপ্নের সেতু'।

কয়েক বছর আগের ভাঙনে ক্ষতিগ্রস্থ হয় খাল পাড়ের বেড়িবাঁধটি। সঙ্গে বিলীন হয় পাটারিরহাট থেকে খায়েরহাট যাবার একমাত্র রাস্তা।

চলাচলের এই ভোগান্তি লাঘবে স্থানীয়দের দাবি পূরণ করেনি কেউ, তাই নিজেদের উদ্যোগে এমন কাজ করতে পেরে খুশি গ্রামবাসী।

তবে সাঁকো নির্মাণে দুর্ভোগ নিরসন হলেও বেড়িবাঁধ আর রাস্তার বিকল্পে তা সাময়িক সমাধান, তাই স্থানীয়রা এর স্থায়ী সমাধান চান।

আরও পড়ুন