বাংলাদেশ, জেলার সংবাদ, রাজধানী

লঞ্চে 'অনুপস্থিত' স্বাস্থ্যবিধি

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০৫:২৫:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাধারণ ছুটি শেষে নৌপথে গতকাল থেকে শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। তবে কিছু লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এছাড়া, অতিরিক্ত টিকিট বিক্রি ও যাত্রী পরিবহণ করতেও দেখা গেছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের বসানো, হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। তবে দেখা গেছে যাত্রীদের অতিরিক্ত চাপ। সদরঘাট লঞ্চ টার্মিনালের পন্টুনগুলোতে যাত্রীদের তিল ধারণের জায়গা নেই। রয়েছে উপচে পরা ভীড়। স্বাস্থ্য বিধির বালাই নেই। দুপুরে এমন চিত্র দেখা গেছে সদরঘাটে।

 

এদিকে, চাঁদপুর টার্মিনালে দায়িত্বে অবহেলায় বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানায় পটুয়াখালীতে সুন্দরবন-৮ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া ভোলার ইলিশা ঘাট, বরিশাল এবং রাজবাড়ীর দৌলতদিয়া থেকে লঞ্চ চলাচল করছে। ১৫ দিন পর্যবেক্ষণ শেষে নৌ চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন