জাতীয়, রাজধানী

লাইসেন্স নবায়নে ৩০শে জুন পর্যন্ত সময়

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে নভেম্বর ২০১৯ ১১:৪৫:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাইসেন্স নবায়নের জন্য চালকরা ২০২০ সালের ৩০শে জুন পর্যন্ত সময় পাবেন। পরিবহণ মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার সন্ধ্যায়, ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 'নতুন সড়ক আইনের অন্য ধারাগুলোর প্রয়োগ এরইমধ্যে শুরু হয়েছে। ভুয়া লাইসেন্স শনাক্ত করে বাজেয়াপ্ত করা হচ্ছে।'

আসাদুজ্জামান আরও বলেন, আইন সংশোধনের বিষয়ে সব সুপারিশ সড়ক পরিবহণ বিভাগে পাঠানো হবে। বিবেচনা সাপেক্ষে সেগুলো বাস্তবায়ন করা হবে।

এদিকে, পরিবহণ শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খান বলেন, 'যৌক্তিক সংশোধন হলে শ্রমিকরা আন্দোলনে যাবে না। আইনের বিরোধিতা নয় সংশোধন চান তারা।'

আরও পড়ুন