ভারত

লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে চীন: ভারত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৬ই জুলাই ২০২০ ০৬:০২:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লাদাখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক সফরের পর সীমান্তের অন্তত এক কিলোমিটার অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে চীন।

সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ভারত। গালওয়ান, প্যাংগং সো এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে নিজেদের স্থাপনাও সরিয়ে নিয়েছে চীন। এর জবাবে ভারতীয় সেনারাও পিছু হটেছে।

গত সাত সপ্তাহ ধরে লাদাখের বিরোধপূর্ণ বিভিন্ন অঞ্চলে মুখোমুখি অবস্থানে ছিলো দুই দেশের সেনারা। দুই দেশই পিছু হটে সীমান্তের চার কিলোমিটার এলাকাজুড়ে একটি নিরাপদ বাফার জোন তৈরি করেছে।

এর আগে, লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠকে সীমান্তে উত্তেজনে কমাতে রাজি হয় চীন-ভারত। এছাড়া, বাফার জোনে বিমানের মাধ্যমে নজরদারি না করতেও একমত হয় দুই দেশ।

আরও পড়ুন