ফুটবল

লা লিগায় জয় পেয়েছে রিয়াল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে জানুয়ারী ২০২১ ০২:৫৬:৪৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্প্যানিস লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

দেপোর্তিভো আলাভেজের মাঠে গিয়ে ওদেরকে ৪-১ গোলে হারিয়ে এসেছে গ্যালাক্টিকোরা।

আলাভেসের মাঠে গিয়ে শুরু থেকেই ফেভারিটের মতই খেলেছে রিয়াল মাদ্রিদ। ১৫ মিনিটেই লিড নিয়েছে গ্যালাক্টিকোরা। গোলের সূচনা করেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ফাস্ট হাফেই হয়েছে আরও দুইটা গোল। ৪১ মিনিটে লিড ডাবল করেছেন ফরাসী ফরোয়ার্ড কারিম বেনজামা, আর যোগ করা সময়ে এডেন হ্যাজার্ডের সৌজন্যে স্কোরলাইন হয়েছে ৩-০।

সেকেন্ড হাফে একটা গোল দিয়েছে আলাভেস। রিয়ালের জালে বল জড়িয়েছেন হোসেলু। যদিও এর পর আরও একটা গোল খেয়েছে ওরা। রিয়ালের হালির সাথে নিজের ডাবল পূরিয়ে নিয়েছেন বেনজামা।

এদিকে ইতালিয়ান লিগ সিরি আ'তে চলতি মৌসুমে দ্বিতীয়বার হারের স্বাদ পেল টেবিল টপার এসি মিলান। ওদের বিপক্ষে আতালান্তার জয় ৩-০ গোলে।

আরও পড়ুন