আন্তর্জাতিক, আরব

শান্তি আলোচনায় দোহায় আফগান-তালেবান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই জুলাই ২০২১ ০৮:৪৭:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসেছে আফগান সরকারের প্রতিনিধিরা। শনিবার শুরু হওয়া দুই দিনের এ শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন উভয় পক্ষের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

শুক্রবার দোহায় পৌঁছান আফগান সরকারের সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। বৈঠকে আফগান সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির রাজনৈতিক উপপ্রধান মোল্লা বারাদার।

তবে বৈঠকে এখনও কোন সমাধান পাওয় যায়নি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সেনাদের প্রত্যাহার শুরুর পর হামলা বাড়িয়েছে তালেবান। তালেবান জানিয়েছে, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।

এরইমধ্যে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি বর্ডার ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। তালেবানের ভয়ে অনেক জায়গায় বিনা প্রতিরোধে মাঠ ছাড়ছে সেনা সদস্যরা।

আরও পড়ুন