রাজধানী, শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে পদযাত্রা ও ছাত্র জমায়েত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০১:৩৫:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্য সুরক্ষার পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে পদযাত্রা ও ছাত্র জমায়েত করেছে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিশ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে দেশব্যপী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার আগে এ জমায়েত করে তারা।

সমাবেশে বক্তারা এতদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। শিক্ষার উপর সব ধরনের ভ্যাট আরোপের প্রতিবাদও জানান বক্তারা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিশু কিশোররা অনলাইন গেইমে আসক্ত হয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে লক্ষাধিক ছাত্র শিক্ষক এবং অভিভাবকের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলেও জানান তারা।  এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দ্রুততম সময়ের মধ্যে করোনা টিকা নিশ্চিতেরও দাবি জানানো হয়।

সমাবেশের পর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করে ছাত্র মজলিশ।

আরও পড়ুন