ফুটবল, নারী

শিরোপা পুনরুদ্ধারে ভুটান গেছে অনূর্ধ্ব-১৫ কিশোরী ফুটবল দল

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০১:০৬:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মনভরা স্বপ্ন আর এক বুক সাহস নিয়ে ১৫ না পেরুনো মেয়েগুলো চলেছে ব্যাগ-বুট গুছিয়ে। উদ্দেশ্য ভুটান।

সাফ অনূর্ধ্ব-১৫ কিশোরী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটান গেছে বাংলাদেশ দল। ৯ই অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিকদের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শিরোপা পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়েই দেশ ছেড়েছে ফুটবলাররা।

স্কুল ফুটবল আর বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে বাছাই করা মেয়েরা এখন পুরোপুরি প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। এখন তাদের ওপর দায়িত্ব পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে দিজেদের জাত চেনানোর।

রেহানা-শামসুন্নাহারা এখন বদ্ধ পরিকর সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিপোরাটা বাংলার বুকে ফিরিয়ে আনতে। ২০১৭ সালের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন লাল-সবুজের কিশোরীরা। পরের বছর ট্রফিটা চলে যায় ভারতে। এবার, কি সম্ভব আবারো বিজয় মুকুটটা মাথায় তোলা?

প্রয়োজনীয় প্রশিক্ষণে টেকনিক, ট্যাকটিক্স সব দিক থেকেই পোক্ত হয়েছে কিশোরী ফুটবলাররা। তাই, কোচ গোলাম রব্বানী ছোটনের বড় প্রত্যাশা মেয়েদের ঘিরে।

ভুটান ছাড়া বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ও নেপাল। টুর্নামেন্টের পর্দা পড়বে ১৫ই অক্টোবর।

আরও পড়ুন