বাংলাদেশের শিশুরাই ভবিষ্যতে আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার সকালে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ফার্মগেটের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকালে মন্ত্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর মন্ত্রী বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন।
এরপর দু’দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ উদ্বোধন করেন তিনি। বয়সভিত্তিক ‘ক’ ও ‘খ’ শাখায় পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিলো সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ।
সঙ্গীত বিষয়ে রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক ও লোকসঙ্গীতে ৫৫টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। একজন প্রতিযোগী তিনটি বিষয়ে অংশগ্রহণের সুযোগ পায়।