জাতীয়, জেলার সংবাদ

'শীঘ্রই বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে'

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৭:০৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুব শীঘ্রই বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও  ভোলা সদরের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

দুপুরে ভোলা সদরের ইলিশা ইউনিয়নে ঘুর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরণেন সময় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে আরো ৫০ হাজার মেট্রিকটন পেঁয়াজ আসছে, আর তা এলেই পেঁয়াজের চাহিদা পুরণ হয়ে যাবে।  

তিনি আরো বলেন, 'ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করা ছাড়াও পৃথিবীর বহু দেশে এবার পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় আমদানী নির্ভরশীল দেশে এর প্রভাব পড়াটাই স্বাভাবিক।'

এ সময় তোফায়েল আহমেদ ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগত ৬ হাজার টাকা, ২ বান টিন ও ৩০ কেজি চাল তুলে দেন।

আরও পড়ুন