ধর্ম, জাতীয়, ইসলাম

শুক্রবার পবিত্র ঈদুল ফিতর

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই মে ২০২১ ০৭:০১:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রবার (১৪ই মে) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ (বুধবার) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। এর সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার চট্টগ্রাম, মৌলভীবাজার ও জামালপুরের অনেক এলাকায় ঈদ উদযাপন করা হয়েছে। 

করোনার কারণে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার কথা তা ম্লান করে দিয়েছে মহামারী করোনাভাইরাস। করোনা মোকাবেলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে হচ্ছে না ঈদের নামাজের জামাত। ঈদ জামাত হবে মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে।

এবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন