বাংলাদেশ, ধর্ম, জাতীয়, ইসলাম

শুক্রবার ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ১১:২০:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। দেশি-বিদেশি লাখো মুসল্লির পদচারণায় মুখরিত তুরাগ তীর। তবে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে রেবের পক্ষ্য থেকে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।

ইজতেমা উপলক্ষ্যে গাজীপুর সিটির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এদিকে, মুসুল্লিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।  

প্রথম পর্বে ইজতেমা ১২ই জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব আগামী ১৭ই জানুয়ারি শুরু হয়ে ১৯শে জানুয়ারি শেষ হবে।

আরও পড়ুন