ধর্ম, জাতীয়, অন্যান্য ধর্ম

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২০ ০৯:০৫:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার কারণে বিহার ও প্যাগোডায় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা নেই।

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ- এই তিনটি তাৎপর্যপূর্ণ ঘটনাই বুদ্ধপূর্ণিমা। এই ৩ ঘটনা বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে 'বৈশাখী পূর্ণিমা'ও বলা হয়।

বুদ্ধ পূর্ণিমা এবার করোনা পরিস্থিতিতে উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। দেশের সব অঞ্চলের শীর্ষ বৌদ্ধ সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, করোনা মহামারির কারণে সব বিহার ও প্যাগোডায় বুদ্ধ পূর্ণিমার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি থাকছে  না। তবে বৌদ্ধ বিহারে অবস্থানরত ভিক্ষুসংঘরা বিহারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও বন্দনাসহ ধর্মীয়কার্য সমাধা করবেন।  

অন্যরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে ধর্মীয় কার্য প্রতিপালন করবেন। সরকারি ছুটির আওতাভুক্ত এ দিবসটিতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। সংবাদপত্রগুলোও বিশেষ নিবন্ধ ছাপবে।

আরও পড়ুন