খেলাধুলা, অন্যান্য খেলা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঊষাকে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ২রা নভেম্বর ২০২০ ০৯:৫৪:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবারের প্রিমিয়ার লিগ হকিতে খেলতে পারবে না ঊষা ক্রীড়াচক্র

হকির অন্যতম সফল দল উষা ক্রীড়া চক্রের প্রিমিয়ার ডিভিশন লিগের ভাগ্য নির্ধারণের মিটিং। ২ বারের হ্যাটট্রিক শিরোপাজয়ী দলটা ২০১৮ সালে তুচ্ছ কারণ দেখিয়ে অংশ নেয়নি লিগে। ফেডারেশন তাদের পর্যাপ্ত সম্মান দেয়নি, এই অজুহাতেই দল বদল করতে অস্বীকৃতি জানায় ক্লাব কর্তৃপক্ষ।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কি হবে শাস্তি? এ নিয়ে হয়েছে দফায় দফায় মিটিং। অবশেষে চলে এসেছে সিদ্ধান্ত, প্রিমিয়ার ডিভিশন থেকে তাদের উষাকে নামিয়ে দেয়া হয়েছে ফাস্ট ডিভিশনে।

শক্তিশালি ঊষাকে দেখা যাবে না আসছে লিগে, ফেডারেশনের এমন কঠোর সিদ্ধান্ত  হকিতে ফেরাবে শৃঙ্খলা, মন্তব্য বাংলাদেশ হকি ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের।

নিজেদের ভুল থেকেই শিক্ষা নিতে চায় ঊষা ক্রীড়াচক্র।

অন্তত এক মৌসুম প্রথম বিভাগ লিগে খেলতে হবে উষাকে, কোয়ালিফাই করেই আবারো প্রিমিয়ার ডিভিশনে ফিরতে হবে পুরান ঢাকার দলটাকে।

আরও পড়ুন