অন্যান্য খেলা

শেখ রাসেল ক্লাব টেনিসে বেশিরভাগ বাংলাদেশী খেলোয়াড়ই জয় পেয়েছে

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০১৯ ০৪:১১:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেখ রাসেল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে বেশিরভাগ বাংলাদেশী খেলোয়াড়রাই জয় পেয়েছে।

শেখ রাসেল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্টে প্রথম দিনে পুরুষ এককে জয় পেয়েছে বাংলাদেশীদের বেশিরভাগই। তবে, অন্যজন শাহরিয়ার মোর্তজা আজিজ মাঠে না নেমেই দিয়েছেন ওয়াকওভার।

ফারুক হোসেন হারিয়েছেন ইরাকের বারাকাত মোহম্মদ আলিকে। মিলন হোসেন সরাসরি ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন ইরাকেরই সুয়াইদ আলী জসীমকে। মিকাইলু নাম্বাকে ৬-০, ৬-০ সেটে হারিয়েছেন শ্রী বিপ্লব। এছাড়া মোহম্মদ দেলোয়ার হোসেন গ্রেট ব্রিটেনের আব্দুর রউফকে হারিয়েছেন ৬-০, ৬-১ সেটে।

টুর্নামেন্টে পুরুষ আর দ্বৈত ইভেন্টের সাথে মাঠে গড়াবে নারী এককের খেলাও। ১৩ তারিখ শুরু হওয়া এই আসরের পর্দা নামবে ১৮ই নভেম্বর।   

আরও পড়ুন