জাতীয়

শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করলেন শেখ হাসিনা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই মার্চ ২০২০ ১০:০৯:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধুকে নিয়ে 'থিম সং' কণ্ঠ দিলেন শেখ রেহানা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলার ধ্রুবতারা আখ্যা দিয়ে সমবেত সংগীতে কণ্ঠ মেলালেন মুজিবকন্যা শেখ রেহানা। আর বাবার প্রতি ভালোবাসা ও পিতা শেখ মুজিবকে স্মরণ করে লেখা কবিতায় পিতা শেখ মুজিবকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দুই কন্যা।

সোহরাওয়ার্দী উদ্যানে জ্বলে উঠলো আতশবাজি, উদ্বোধন হলো মুজিব শতবর্ষের অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’।  এরপর, বঙ্গবন্ধুর অমর কীর্তি নিয়ে দেশের প্রথিতযশা শিল্পীর সমবেত কণ্ঠে ‘থিম সং’ বেজে উঠলো। তাতে সুর মেলালেন মুজিবকন্যা শেখ রেহানাও।

মুজিব বেঁচে আছেন কোটি মানুষের মাঝে। বাবার জন্য বেশেহত প্রার্থনা করলেন কন্যা রেহানা।

শেখ রেহানার লেখনীতে ব্যক্ত হলো বাবাহারা কন্যার আকুতি। তার হৃদয় নিংড়ানো অনুভূতি  উচ্চারিত হলো বড় বোন শেখ হাসিনার কণ্ঠে। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দুই কন্যা।

আরও পড়ুন