না.গঞ্জ সিটি নির্বাচন

শেষ পর্যন্ত নির্বাচনে থাকার ঘোষণা তৈমূরের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই জানুয়ারী ২০২২ ০১:১১:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তৈমূর আলম বলেন, আগামীকালের ভোট যাই হোক আমরা মাঠে থাকব। আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা পলায়া যাই নাই। দরকার হলে গ্রেপ্তার হবো, তারপরও নির্বাচন চালায়া যাবো। দেশবাসী দেখুক, পৃথিবী দেখুক বাংলাদেশ যে আন্তর্জাতিক গণতান্ত্রিক সম্মেলনে আমন্ত্রণ পায়নি, কেন পায়নি সেটি ন্যায়সঙ্গত। আমি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি না, ঝুঁকিপূর্ণ মনে করি পুলিশ, প্রশাসন আর নির্বাচন কমিশনের আচরণ।

এ সময় তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করে পুরনো মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। আজকেও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন স্কুলের ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা সরিয়ে ফেলার অভিযোগ করেন তৈমূর আলম। 

আরও পড়ুন