ধর্ম, অন্যান্য ধর্ম

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ 

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে অক্টোবর ২০১৯ ০২:৩০:৫৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। কার্তিকের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব।

অধিকাংশ দেবদেবীর পূজা দিনে হলেও শ্যামা বা কালীপূজা হয় রাতে। পুরাণ মতে, দুর্গারই একটি শক্তি দেবী কালী। 

ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরসহ পুরান ঢাকার অনেক এলাকায় বেশ ঘটা করে এ পূজার আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী কালীমন্দির, ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।  

কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে মৃত বাবা-মা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন। তাই একে বলা হয় দীপাবলি বা দিওয়ালি।

 মধ্যরাতে কালীপূজা অনুষ্ঠিত হয়। রাতে দেবী পূজার পাশাপাশি থাকে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ নানা কর্মসূচি। 

আরও পড়ুন