আন্তর্জাতিক, এশিয়া

শ্রীলঙ্কার নির্বাচনে ভোটগণনা চলছে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ১১:৫৩:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শনিবার, স্থানীয় সময় বিকাল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৫ জন। ভোট দেন প্রায় এক কোটি ৬০ লাখ ভোটার। রবিবার সকালে, চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা রয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে প্রার্থীকে। তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দেশটির আবাসন, নির্মাণ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাজিথ প্রেমাদাসা এবং বিরোধী দলের গোটাবায়া রাজাপাকসের মধ্যে।

এদিকে, শনিবার সকালে দেশটির অনুরাধাপুর জেলার তান্তিরিমালে এলাকায় মুসলিম ভোটার বহনকারী বাসে গুলি ও পাথর ছোঁড়ে অজ্ঞাতরা। তবে, এ ঘটনায় হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন