এশিয়া

শ্রীলঙ্কায় বন্যায় কমপক্ষে ১৭ জন নিহত

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই জুন ২০২১ ০৮:৪৫:২০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলঙ্কায় ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

সোমবার (৭ জুন) দেশটির কর্তৃপক্ষ জানায়, বন্যা ও ভূমিধসের কারণে কয়েক হাজার মানুষকে  নিরাপদে বিভিন্ন আশ্রয় শিবিরে সরিয়ে নেয়া হয়েছে।

কয়েক দিন ধরে চলা বৃষ্টিপাতে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। ডুবে গেছে ক্ষেত, ফসলি জমি ও ঘরবাড়ি। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ। এছাড়াও কমপক্ষে ১ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চল। এসব এলাকায় নৌবাহিনীর নৌকার মাধ্যমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। কয়েকটি এলাকায় বৃষ্টিপাত কমে আসায় পানি কমতে শুরু করলেও ১০টি জেলায় এখনো ভূমিধসের সতর্কতা জারি রয়েছে।

আরও পড়ুন