অনিয়মিত বেতন, ছাঁটাইসহ সংবাদকর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। পাশাপাশি এসব কাজে সংবাদকর্মীদেরও সহযোগিতা চেয়েছেন তিনি।
বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালনের জন্য, আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই। এই দায়িত্ব বা কাজ পালনে সংবাদকর্মীদেরও আমি সকল ধরনের সহযোগিতা চাই।
এসময় বিভিন্ন চ্যানেলের বার্তা প্রধানরা নিজেদের সমস্যা তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রীর কাছে। তারা বলেন, গণমাধ্যমে এখন অস্থির সময় চলছে। সংবাদকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, বিনা নোটিশে যখন তখন ছাঁটাই হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা সাংবাদিকতায় আসছে না। এ পরিস্থিতি থেকে উত্তরনে তথ্য প্রতিমন্ত্রীর সহযোগীতা চান তারা।