বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জাবি প্রশাসনের

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

সোমবার ২২শে ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৮:৪২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তালা ভেঙে জোর করে হলে উঠে যাওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রাখা হয়েছে। তাই জোর করে যারা হলে উঠে পড়েছে তাদের হল ত্যাগ করতে হবে। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।  

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। রাতে আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা হয়।

এর আগে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্বরে সংবাদ সম্মেলনে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও হল খুলে দেয়ার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।  

আরও পড়ুন