আন্তর্জাতিক, আমেরিকা

সফল অবতরণ করলো পরীক্ষমূলক মহাকাশযান স্পেস এক্স

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিষ্ফোরণ এড়িয়ে প্রথমবারের মত অবতরণ করলো স্পেস এক্সের পরীক্ষামূলক মহাকাশ যান এসএন-১৫। স্টারশিপ প্রটোটাইপ বিশালাকার যানটি চাঁদ ও মঙ্গলগ্রহে অভিযানের জন্য বানানো হয়েছে।

বুধবার টেক্সাসের বোকাচিকা থেকে এটি সফল ভাবে উৎক্ষেপন করা হয় এবং বিষ্ফোরণ ছাড়াই অবতরণ করতে সক্ষম হয় যানটি। টানা পাঁচবারের ব্যর্থতার পর এবারই প্রথমবারের মতন সফল অবতরণ করলো  কোটি পতি ইলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠানের রকেটটি। যা মানুষ ও প্রায় একশ টন কার্গো নিয়ে চাঁদ ও মঙ্গলে অভিযানের জন্য তৈরি করা হয়েছে। ভবিষ্যতে মহাকাশ ভ্রমনকে আরো সাশ্রয়ী করতে এই ধরণের রকেট পুর্নব্যবহার যোগ্য রকেট অানছে সংস্থাটি।

আরও পড়ুন