জাতীয়, রাজধানী

সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ০১:৪৬:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ‘পাক্ষিক অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু আর নেই। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ‘পাক্ষিক অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা মনু আর নেই। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

দিল মনোয়ারা মনুর পরিবার জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করছিলেন। সঙ্গে সঙ্গে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। এরপর তার শ্বাসকষ্ট শুরু হয়। রাত দেড়টার দিকে তিনি মারা যান।

আজ বাদ জোহর লালমাটিয়ার বিবি মসজিদে দিল মনোয়ারা মনুর নামাজে জানাজা শেষে  তাকে তার সংগঠন কচি-কাঁচার মেলার কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে সহকর্মীদের শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। পরে জুরাইনে কবরস্থানে তাকে দাফন করা হবে।

দিল মনোয়ারা মনু ১৯৫০ সালের ২রা সেপ্টেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ইডেন কলেজে পড়াশোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। ১৯৭৪ সালে ‘বেগম’ পত্রিকার সহসম্পাদক হিসেবে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৮৮ সালে তিনি যোগ দেন ‘পাক্ষিক অনন্যা’য়। ২৫ বছর ‘অনন্যা’য় থাকার সময় তিনি নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ, নারী সাংবাদিক কেন্দ্র, কেন্দ্রিয় কচি-কাঁচার মেলাসহ অনেক স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি কবিতাও লিখেছেন তিনি।

আরও পড়ুন