বিনোদন, বলিউড

সারা খুব অপরিস্কার জানালেন মা অমৃতা সিং

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৫ই অক্টোবর ২০১৯ ০২:৩৩:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারার কোন স্বভাবটি তার অপছন্দ? অমৃতা জানান, 'সারা ও ভাই ইব্রাহিম, দুজনেই অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন।'

সাইফ আলি খান ও অমৃতা সিং-এর সন্তান সারা আলি খান। ইতিমধ্যে রূপালি জগতে পা রেখেছেন সারা, বিপুল প্রশংসিতও। 'হ্যালো' ম্যাগাজিনের কাভারেও দেখা মিলেছে সারার। সঙ্গে তাঁর ভাই ইব্রাহিম খান। ছবিটি ইতিমধ্যেই 'ভাইরাল'!

সম্প্রতি  ই-টাইমস অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাতকারে সারা সম্পর্কে এমন কথাই বলেন মা অমৃতা সিং। তাকে প্রশ্ন করা হয়, সারার কোন স্বভাবটি তার অপছন্দ ? অমৃতা জানান, 'সারা ও ভাই ইব্রাহিম, দুজনেই অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন।'

স্টার কিড হওয়ায় সারা ও ইব্রাহিমকে নিয়ে আসমুদজর হীমাচলের কৌতূহল তুঙ্গে। সারার বলিউডে পা রাখার পর, সেই কৌতূহল আরও বেড়েছে ! তবে শুধু সারার খারাপ দিক নয়, সাক্ষাৎকারে অমৃতা জানান, 'সারা খুবই ডিসিপ্লিনড, প্রতিটি কাজে মন থেকে বিশ্বা রাখে। জীবনের প্রতীটা ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রেখে চলে।'

ইব্রাহিম সম্পর্কে তিনি বলেন, সে খুবই শান্ত এবং মানসিক দিক থেকে খুবই দৃঢ়।

আরও পড়ুন