আন্তর্জাতিক, ইউরোপ

সাহিত্যে নোবেল পেলেন টোকারজাক ও হ্যান্ডকে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ০৬:২০:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা টোকারজাক ও অট্রিয়ান লেখক পিটার হ্যান্ডকে। বিবিসির জানায়। এর মধ্যে টোকারজাককে ২০১৮ সালের জন্য ও হ্যান্ডকেকে ২০১৯ সালের জন্য সাহিত্যের এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে সুইডিশ একাডেমি।

গত বছর সুইডিশ একাডেমির সদস্যদের যৌন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়ার কারণে সাহিত্যে কাউকে পুরস্কার দেওয়া হয়নি। এবারের পুরস্কারের সঙ্গে সেটি ঘোষণা করা হয়।

সাহিত্য নোবেল জয়ী ১১৪ জন পুরুষের বিপরীতে ১৫ তম নারী হিসেবে এই স্বীকৃতি পেলেন  পোলিশ লেখিকা ওলগা। ওলগা টোকারজাক গত বছর ম্যান বুকার পুরস্কার পান।

রসায়নে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর তিন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান। বুধবার তাদের নাম ঘোষণা করা হয়।

নোবেলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার লাভ করলেন ৯৭ বছর বয়সী মার্কিন বিজ্ঞানী গুডেনো। অন্য দুজন আকিরা ইউশিনো হচ্ছেন জাপানি রসায়নবিদ এবং স্ট্যানলি হুইটিংহাম ব্রিটিশ-আমেরিকান রসায়ন গবেষক।

মহাবিশ্ব নিয়ে গবেষণার জন্য পদার্থে যৌথভাবে নোবেল পুরস্কার পান এক কানাডীয় মার্কিন বিজ্ঞানী ও দুই সুইস জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী গবেষণার জন্য দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী নোবেল পুরস্কার দেয়া হচ্ছে এবার।

আরও পড়ুন