জাতীয়, শিক্ষা

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ১২:৪১:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত না মানায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসির সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার (১৯শে ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে। জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া যাবে না বলেও জানিয়েছেন আদালত।

বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে সিটি ইউনিভার্সিটির ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করে। ২৪শে অক্টোবর হাইকোর্ট রুল দেয়। একই সঙ্গে ২৫ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড দেয়া ও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে। পরে, সিটি ইউনিভার্সিটির উপাচার্য আজ সকালে আদালতে হাজির হন। তাঁর বক্তব্য শোনার পর আদালত ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

আরও পড়ুন