ধর্ম, জাতীয়, রাজধানী

সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২০ ০৭:২৬:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে দেয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন না দেয়ার দাবিতে সরক অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরস্বতী পূজা উপলক্ষ্যে সিটি নির্বাচন পেছানোর দাবিতে রিট আবেদন করা হলে আজ মঙ্গলবার তা খারিজ করে দেন আদালত। এর পরই, বিকেল পাঁচটার দিকে রাজধানীড় শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সড়ক অবরোধ করে রাখা শিক্ষার্থীরা আগামীকাল বুধবার (১৫ই জানুয়ারি) বেলা ১২টার মধ্যে নির্বাচনের তারিখ পেছানো না হলে নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।

শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা 'পূজার দিনে নির্বাচন মানি না, মানব না', '৩০শে জানুয়ারি নির্বাচন, মানি না, মানব না' এসব স্লোগান দিতে থাকে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের দায়ে সিইসিসহ সব কমিশনারের পদত্যাগ দাবি জানান। দাবি পূরণ না হলে বুধবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস।

এর আগে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য যে তারিখ নির্ধারণ করে দেয়া হয়, তা পেছানোর জন্য করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই আদেশের ফলে তফসিল অনুযায়ী ৩০শে জানুয়ারিই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন বহাল থাকে।

আজ মঙ্গলবার দুপুরে, আইনজীবী অশোক কুমার ঘোষের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আদালতে নিজেই শুনানি করেন। এ সময়, আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও সহসভাপতি সুব্রত চৌধুরী। আর নির্বাচন কমিশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম।

২৯ ও ৩০শে জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা থাকায় ঢাকার দুই সিটির নির্বাচন পেছাতে গেল ৫ই জানুয়ারি রিট আবেদনটি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। আবেদনে বলা হয় ইসির ঘোষিত নির্বাচনের তারিখে সংবিধানে বর্ণিত প্রত্যেক নাগরিকের ধর্ম পালনে মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। কিন্তু, হাইকোর্টের আদেশে বলা হয় ২৯শে জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরের দিন ৩০শে জানুয়ারি। দু'দিন পর এসএসসি পরীক্ষা। ফলে ভোটের তারিখ পেছানোর কোন সুযোগ নেই।

তবে, এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন বাদী পক্ষ।

আরও পড়ুন