জাতীয়, রাজধানী, আইন ও কানুন

সিনহার বিরুদ্ধে মামলা করায় দুদকের মামলায় জড়ালেন নাজমুল হুদা  

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৩:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিথ্যা তথ্য দিয়ে মামলার অভিযোগে উলটো মামলায় জড়ালেন নাজমুল হুদা।

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করার অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই উল্টো মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। বুধবার সকালে, রাজধানী সেগুববাগিচায় দুদকের ঢাকার বিভাগীয় কার্যালয় মামলাটি দায়ের করেন সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

এজাহারে অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৭শে সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এস কে সিনহার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে তিনি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা। পরে মামলাটি তদন্তের জন্য আসে দুদকে।

দীর্ঘ দেড় বছর তদন্ত করে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের একটি আইনের ধারায় মামলা করা হয়।

আরও পড়ুন