খেলাধুলা, ক্রিকেট

সিরিজ জয়ের মিশনে ফিল্ডিংয়ে টাইগাররা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৩শে জুলাই ২০২১ ০৪:৪৬:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসে-খেলে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাই আজ স্বাগতিকদের বাঁচামরার লড়াই, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির। হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি পাওয়া শামীম গত ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে নজর কেড়েছেন।

বাংলাদেশ একাদশে এসেছে মোট দুটি পরিবর্তন। শামীম ঢুকেছেন লিটন দাসের চোটে। মোস্তাফিজুর রহমানের বদলে এসেছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলে মাদভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিলটন সাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজুরাবানি ও তেন্দাই চাতারা।

আরও পড়ুন