আন্তর্জাতিক, আমেরিকা

সীমিত হচ্ছে মস্কোর মার্কিন দূতাবাসের কার্যক্রম

আবু বকর

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০৩:২৭:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মস্কোতে দূতাবাসের পরিষেবাগুলো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ১২মে থেকে এটি কার্যকর হবে বলে আজ শুক্রবার মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস এ ঘোষণা দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশী কূটনৈতিক মিশন এবং অন্যান্য সংস্থাগুলিতে কর্মরত স্থানীয় কর্মীদের সংখ্যা সীমাবদ্ধ করার জন্য একটি আইনে স্বাক্ষর করেন এবং সরকারকে "অবন্ধুত্বপূর্ণ" রাষ্ট্রগুলির একটি তালিকা তৈরি করার নির্দেশ দেন।

মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, মস্কোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আগামী ১২মে থেকে কেবলমাত্র জরুরি মার্কিন নাগরিক সেবা, জীবন বা মৃত্যুর জরুরি অভিবাসী ভিসা দেওয়া ছাড়া বাকি সব পরিষেবা হ্রাস করবে।

অভিবাসী নয় এমন নাগরিকদের কূটনৈতিক ভ্রমণ ছাড়া সব ধরনের ভিসা প্রক্রিয়া বন্ধ হবে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া সরকারের গৃহীত পদক্ষেপগুলো মার্কিন দূতাবাসের ৭৫ শতাংশ কাজের ক্ষমতা কমিয়ে দিয়েছে।

রাশিয়ায় অবস্থিত মার্কিন নাগরিকদেরকে ভিসা, আবাসনের অনুমতি এবং অভিবাসন সংক্রান্ত নথিপত্রের অস্থায়ী মেয়াদ বাড়ানোর জন্য রাশিয়ার সরকার কর্তৃক নির্ধারিত ১৫ জুনের সময়সীমা পর্যন্ত অপেক্ষা করতে বিবৃতিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন