ভ্রমণ, জাতীয়

সুন্দরবনে পর্যটক প্রবেশে বন বিভাগের নিষেধাজ্ঞা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০৩:৪৪:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সুন্দরবনে প্রাণি ও জীববৈচিত্রের যে ক্ষতি হয়েছে তা দ্রুত কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। সোমবার এ নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সুন্দরবনের বেশ কিছু প্রাণি ও জীববৈচিত্রের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সুন্দরবনের গাছপালা ভেঙে গেছে। এখন বনের প্রাণীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সুন্দরবনের প্রাণি জীববৈচিত্র রক্ষায় বন বিভাগের অনুসন্ধানী দল কাজ করছে বলেও জানিয়েছে বন বিভাগ।

এদিকে, ঝড়ের কারণে সুন্দরবনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরিমাপ করতে বন বিভাগের ৬৩টি দল কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও পরিস্থিতি স্বাভাবিক হলে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলেও জানানো হয়েছে বন বিভাগের পক্ষ থেকে।

আরও পড়ুন