বিনোদন, সংস্কৃতি, অন্যান্য

কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফতেহ আলি খানের জন্মবার্ষিকী আজ

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই অক্টোবর ২০২০ ০২:০৪:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাওয়ালি সঙ্গীত শিল্পী নুসরাত ফতেহ আলি খানের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৮ সালের ১৩ই অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদে জন্মগ্রহন করেন এই কিংবদন্তি সংগীতজ্ঞ।

সংগীত পরিবারেই জন্মগ্রহণ করলেও তার পিতা চাইতেন নুসরাত ডাক্তার হোক। কিন্ত গানের টানে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন নুসরাত। কাওয়ালী ও গজল নির্ভর ফিউশন ধাঁচের সংগীতধারার অন্যতম প্রবর্তক তিনি। মুল স্বাদ অক্ষুন্ন রেখে সুফি গান গেয়েছেন প্রাচ্য ও পাশ্চাত্যের নানা বাদ্যযন্ত্রের সংগতে। উপমহাদেশিয় সুফি গানকে তিনি পৌছে দিয়েছেন পৃথিবীর নানা প্রান্তে। দক্ষ ওস্তাদ নুসরাত কাজ করেছেন চলচ্চিত্রের সংগীত পরিচালক হিসেবেও।

আরও পড়ুন