জেলার সংবাদ

সোনামসজিদ স্থলবন্দরের ৫০০ শ্রমিককে করোনা টিকা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০১:৪৭:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের ৫০০ শ্রমিককে করোনার টিকা দেয়া হয়েছে।

আজ (২৭ জুলাই) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে থেকে বন্দরের সম্মেলন কক্ষে শ্রমিকদের করোনা টিকা দেয়া হয়। করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শায়েরা খান, পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম, সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার মমিনুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল জানান, সোনামসজিদ স্থলবন্দরে ৫০০ শ্রমিককে করোনা টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে ৫ হাজার শ্রমিকসহ অন্যান্যে কর্মকর্তাকে করোনা টিকার আওতায় আনা হবে। তিনি আরো জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল মানুষকে করোনা টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন