আন্তর্জাতিক, আরব

সৌদিতে হজ নিবন্ধনের প্রথম দিনে সাড়ে ৪ লাখের বেশি আবেদন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুন ২০২১ ০২:০০:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে হজ নিবন্ধনের প্রথম দিনেই অনলাইনে আবেদন করেছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ।

তবে করোনার কারণে এবার হজ করতে পারবেন দেশটিতে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সি ভ্যাকসিন নেয়া ৬০ হাজার নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে আবেদনকারীরা বাড়তি কোন সুবিধা পাবেন না। অগ্রাধিকার পাবেন এখন পর্যন্ত হজ না করা ৫০ বছরের বেশি বয়সিরা। আবেদনকারীদের মধ্যে ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী।

সৌদি আরবের হজ ও উমরাহ্ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন চলবে ২৩শে জুন পর্যন্ত। ভ্যাকসিন না পাওয়ায় শিশুরা হজে অংশ নিতে পারবে না। করোনার জন্য নেয়া বাড়তি সতর্কতামূলক ব্যবস্থাসহ হজের প্রয়োজনীয় প্রস্তুতি এই সপ্তাহেই শেষ হবে।

আরও পড়ুন