আন্তর্জাতিক, আরব

সৌদি আরবে ১৭ বছর বয়সে গ্রেপ্তার হওয়া ব্যক্তির মৃত্যুদণ্ড

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই জুন ২০২১ ০১:৫৮:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজতন্ত্রবিরোধী আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে ১৭ বছর বয়সে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।  

মঙ্গলবার দেশটির দাম্মাম শহরে মোস্তাফা হাশেম আল-দারভিশ নামে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাজতন্ত্রবিরোধী আন্দোলনে উস্কানি দিয়ে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলা, বিক্ষোভে অংশ নেয়া, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১৫ সালে কাতিফ শহর থেকে মুস্তাফাকে আটক করা হয়। সেসময় তার বয়স ছিল ১৭ বছর।

এদিকে, অপ্রাপ্ত বয়সের অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়েছে মানবাধিকারকর্মীরা।   

আরও পড়ুন