ধর্ম, জাতীয়

সৌদি আরব সিদ্ধান্ত না দেয়ায় দুশ্চিন্তায় হজযাত্রীরা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে জুন ২০২০ ১২:০৬:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এবার হজ হবে কিনা, আর হলে বাংলাদেশের মানুষ হজে যেতে পারবেন কিনা সে বিষয়ে সৌদি সরকার এখনো সিদ্ধান্ত দেয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে ৩০শে জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। সে হিসেবে সময় আছে হাতে মাত্র ৩৭ দিন। তবে এবার হজ হবে কিনা, আর হলে বাংলাদেশের মানুষ যেতে পারবেন কিনা সে বিষয়ে সৌদি সরকার এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। আবার শেষ পর্যন্ত হজের সিদ্ধান্ত হলেও শর্তগুলো পূরণের সময় পাওয়া যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় হজে যেতে আগ্রহীরা।

সৌদি আরবে পবিত্র মসজিদুন নববীর পর মক্কার ১৫শ' মসজিদও সাধারণ মুসল্লিদের জন্য খুলে দেয়া হল শর্ত সাপেক্ষে। করোনা সংক্রমণ ঠেকাতে তিন মাসের কারফিউ তুলে নিয়েছে গত ২১ জুন। কিন্তু, হজ নিয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্তই জানায়নি সৌদি সরকার।

২০১৯ সালের হজ ফ্লাইট শুরু হয়েছিল ৪ঠা জুলাই। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২০ সালের হজের জন্য এরইমধ্যে হজফ্লাইট শুরু হয়ে যেত। এ বছর চূড়ান্ত নিবন্ধিত বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ হজযাত্রী নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

ধর্মসচিব নূরুল ইসলাম জানান, উদ্বেগের কিছু নেই, বাংলাদেশ প্রস্তুত আছে, সিদ্ধান্ত আসলেই তা কার্যকর করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬৪ হাজার ৫৯৪ নিবন্ধন সম্পন্ন করেছেন।

হজ এজেন্সি মালিকদের সংগঠন 'হাব' বলছে যারা যেতে পারবেন না, তারা পরবর্তী বছরের হজের জন্য অগ্রাধিকার পাবেন।

করোনা প্রাদুর্ভাবের কারণে এবার ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রুনাই সরকার কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন