জাতীয়, প্রবাস

সৌদি বাদশাহ এর কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই মার্চ ২০২১ ০৫:০০:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

স্থানীয় সময় বুধবার (১৭ মার্চ) পরিচয়পত্র পেশকালে জাবেদ পাটোয়ারী সৌদি আরবে তাকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করার জন্য বাদশাহ এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময়, রাষ্ট্রদূত সৌদি বাদশাহ এর কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং সৌদি বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।

সৌদি বাদশাহ রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে পরিচয়পত্র গ্রহণ করেন এবং সৌদি আরবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আশা প্রকাশ করেন আগামী দিনে দু'দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

এর আগে, জাবেদ পাটোয়ারীকে আনুষ্ঠানিকভাবে মোটর শোভাযাত্রা সহকারে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন