বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ

স্কুলছাত্রীকে অপহরণের পর 'ধর্ষণ'

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে নভেম্বর ২০১৯ ০২:৩৩:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের সখীপুরে নাজমুল হাসান (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (১৪) অপহরণের পর দুইদিন দুইরাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

নাজমুল হাসানের আত্মীয় উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়িতে আটকে রেখে ওই স্কুল ছাত্রীকে নেশা জাতীয় খাবার খাওয়ায়ে ধর্ষণ করা হয়। মুঠোফোনের সূত্রধরে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই বাড়ি থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা নাজমুল হাসানকে একমাত্র আসামী করে সখীপুর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

জানাযায়, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী নিজবাড়ি থেকে তার ছোট ভাইকে পিএসসি পরীক্ষা দিতে সখীপুর পাইলট বালক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিয়ে যায়। ফেরার পথে আগে থেকেই ওৎ পেতে থাকা সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমান গণির ছেলে নাজমুল হাসান জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

ওইদিন রাতেই ছাত্রীর বাবা সখীপুর থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে মেয়েকে অপহরণের বিষয়ে লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ নাজমুল হাসানের মুঠোফোনের সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের পাথারপুর গ্রামের আরিফ বিএসসি’র বাড়ি থেকে অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক নাজমুল হাসানকে গ্রেফতার করে।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন