বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, নারী

স্কুলছাত্রীকে গণধর্ষণ: দুইজন গ্রেপ্তার

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ১২:০৪:৫০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের উজিরপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- উজিরপুরের পটিবাড়ি এলাকার একটি মাছের ঘেরের দুই কর্মচারী নুরুল ইসলাম ও তরিকুল  ইসলাম।

পুলিশ জানায়, পটিবাড়ি এলাকার বাসিন্দা ও কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিলো পাশের বাড়ির মৎস্য ঘেরের কর্মচারী নুরুল ও তরিকুল। তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ঘেরের একটি ঘরে পালাক্রমে ধর্ষণ করে তারা।

পরে ওই শিক্ষার্থীকে হাত-পা-মুখ বেঁধে মৎস্য ঘেরের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে রাখে। খবর পেয়ে পানি থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তার পরিবার।

শুক্রবার ভিকটিম নিজেই বাদী হয়ে গণধর্ষণের অভিযোগ এনে থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে মামলা করে। পরে ধর্ষণকারীদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয় গ্রামবাসী।

আরও পড়ুন