ইউরোপ

স্পেনে ২২ জনকে করোনা সংক্রমিত করার সন্দেহে এক ব্যক্তি আটক

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে এপ্রিল ২০২১ ০৫:৩৮:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেনের মায়োর্কা দ্বীপে ২২ জনকে করোনা সংক্রমিত করার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) দেশটির পুলিশ কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, করোনার উপসর্গ থাকার পর পিসিআর টেস্টও করান ওই ব্যক্তি। কিন্তু ফলাফল আসার আগেই কোন ধরণের কোয়ারেন্টিন না মেনে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান তিনি।

কর্তৃপক্ষ আরো জানায়, তীব্র জ্বর ও কাশি নিয়ে ঠিকমতো মাস্ক না পড়েই তিনি নিজের কর্মক্ষেত্রেও যান। এসময় উপস্থিত সবার মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেবেন বলে হুমকি দেন তিনি। এর ফলে অফিস ও শরীরচর্চা কেন্দ্রে তার সংস্পর্শে আসা ২২ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছেন।

জানুয়ারির শেষ দিকে শহরটিতে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন