রাজধানী, ভ্রমণ

স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার দাবি টোয়াবের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ১১:২৮:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্যবিধি এবং এসওপি মেনে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন-টোয়াব।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটরদের প্রণোদনা দেয়ারও দাবি জানানো হয়।  

সংবাদ সম্মেলনে টোয়াবের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে গতবছর পর্যটন খাতে প্রায় ২০ হাজার কোটি টাকার লোকসান হয়েছে। এ শিল্পের সাথে জড়িত প্রায় ৪০ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। অনেকেই হতাশ হয়ে অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হচ্ছে। আগামী অর্থবছরের বাজেটে পর্যটন খাতে যতটুকু বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, তা আগের বছরের তুলনায় বেশি হলেও, সার্বিক বিবেচনায় অপ্রতুল বলে জানায় টোয়াব।  

সংবাদ সম্মেলনে ট্যুর অপারেটরদের ট্রেড লাইসেন্স নবায়ন ফি মওকুফ, টোয়াবের সদস্য ও তাদের পরিবার সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেয়া এবং পর্যটনের জন্য আলাদা একটি মন্ত্রণালয়ের দাবিও জানানো হয়।

আরও পড়ুন