জাতীয়, রাজধানী

স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিক্ষোভ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২৮শে জুন ২০২০ ০১:১৩:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৫ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে মেডিক্যাল টেকনোলজিস্টরা।

সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা মেডিক্যাল টেকনোলজিস্টরা ৫ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার, রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ বিক্ষোভ করেন তারা।

তারা জানান, বিতর্কিত ১৮৩ জন মেডিক্যাল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিল করতে হবে। একইসঙ্গে স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ  টেকনোলজিস্টদের নিয়োগ দিতে হবে। স্বেচ্ছাসেবক, অস্থায়ী ভিত্তিতে বা মাস্টাররোলের মাধ্যমে টেকনোলজিস্ট নিয়োগ দেয়া যাবে না। ১২শ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও বিধি অনুযায়ী নিয়োগ দিতে হবে।  

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মেডিক্যাল টেকনোলজিস্টদের দাবি মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

আরও পড়ুন