বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা করোনায় আক্রান্ত

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে মার্চ ২০২০ ০৪:৩৫:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের একাধিক সূত্র এটা নিশ্চিত করছে।

আজ বৃহস্পতিবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা নিয়মিত সংবাদ সম্মেলনে নতুন পাঁচজন শনাক্ত হওয়ার ঘোষণা দেন। ওই পাঁচজনের একজন ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইইডিসিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সঙ্গে কয়েকজন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে যাওয়ার কথা বলেন।

আজ সন্ধ্যায় ওই কর্মকর্তা ও তাঁর সংস্পর্শে আসা দুজনের সঙ্গে মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হয় এবং তাঁদের খুদে বার্তাও দেওয়া হয়। কিন্তু তাঁরা ফোন ধরেননি এবং খুদে বার্তার জবাবও দেননি।

আরও পড়ুন