জেলার সংবাদ

স্বেচ্ছাশ্রমে নিজেদের জমিতে দুই কিলোমিটার রাস্তা নির্মাণ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০১:১০:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে নির্মাণ করা হচ্ছে কাঁচা রাস্তা।

এই রাস্তা নির্মাণের ফলে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে বলে আশা গ্রামবাসীর। রাস্তাটি পাকা করার দাবি গ্রামবাসীর। আর আগামী অর্থবছরে রাস্তাটি পাকা করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ৫টি গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। একটি রাস্তার অভাবে কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ। বর্ষা মৌসুমে কষ্ট বেড়ে যায় বহুগুণে। ধানক্ষেত দিয়ে যাতায়াত করতে হয় তাদের। কেউ অসুস্থ হলে বা মারা গেলে খাটিয়ায় করে তাদের মূল সড়কে আনতে হয়। উৎপাদিত ফসল হাট-বাজারে নেয়াসহ গ্রামের শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে পড়তে হয় বিড়ম্বনায়। গ্রামবাসীর অভিযোগ- স্থানীয় জনপ্রতিনিধির কাছে রাস্তা নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের, কিন্তু সাড়া মেলেনি কখনই।

অবশেষে গ্রামবাসী নিজেদের জমিতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন দুই কিলোমিটার সড়ক। এখন সড়কটি পাকা করার দাবি গ্রামবাসীর। গ্রামবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী অর্থবছরের রাস্তাটি পাকা করার আশ্বাস দিয়েছেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ।

লোচনাপাড়া থেকে মুলকান্দি বাজার পর্যন্ত দুই কিলোমিটারের এই মাটির রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লাখ টাকা।

আরও পড়ুন