বাংলাদেশ, রাজনীতি, আইন ও কানুন

'স্লোগান কিংবা গালি দেওয়ার কারণে ৬ মাস জেলে থাকা কেমন ন্যায়বিচার'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৮:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'স্লোগান কিংবা গালি দেওয়ার কারণে ছয় মাস জেলে থাকা কেমন ন্যায়বিচার' বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন। এরপর আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

তিনি আরো বলেন, ‘ছাত্রদের অপরাধটা কি? এসময় ডা. জাফরুল্লাহ দাবি করেন, পুলিশ মিথ্যা বলেছে, ছাত্রদের হাতে কোনো লাঠি ছিল না। বিচারকের দায়িত্ব হচ্ছে কথা বলতে দেওয়া ও কথা শোনা। বিচারক তার কথা শুনেছেন এবং ন্যায় কাজ করেছেন বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে চলতি বছরের ২৫শে মার্চ দুপুর ১২টার দিকে মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। পুলিশ মিছিলের গতিরোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় পরদিন মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন