আরব, ইসলাম

হজের খুতবা সম্প্রচার হবে বাংলাসহ দশ ভাষায়

সাগর চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই জুলাই ২০২১ ০২:৫২:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আরাফার দিন যেখানে সংস্কৃতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও হাজিরা আল্লাহর ইবাদত বন্দেগি ও তাঁর নৈকট্য লাভের জন্য একত্রিত হয় এবং খুতবা শ্রবণ করে।

এই খুতবাকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিতে সৌদি আরব সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

১০টি ভাষায় সম্প্রচার হবে এবারের হজের খুতবা। যে সকল ভাষায় সম্প্রচারিত হবে সেগুলো হলো: বাংলা, ইংরেজি, ফ্রেন্স, তুর্কি, মালাইউ, চায়নিজ, উর্দু, ফার্সি, রাশিয়ান ও হাউসা।

দুই পবিত্র মসজিদের খাদেম কর্তৃক গৃহীত হারামাইন শরীফাইন ও আরাফা'র খুতবার তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের অংশ হিসেবে, মসজিদে হারাম ও মসজিদে নববী পরিচালনা পরিষদ (আর রিয়াসা আল আম্মা) জানিয়েছে, উক্ত খুতবা বিশ্বের এই দশটি ভাষায় সরাসরি (লাইভ) সম্প্রচার করা হবে।

আরও পড়ুন